মোঃ মাসুদ আলমঃ “অসহায়ত্বের পাশে আছি -পাশে আছি নির্ভয়ে” এই শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট যুবশক্তি প্রবাসি সংগঠনের আয়োজনে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ (৫ ডিসেম্বর) শনিবার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আব্দুল কাইয়ুম চৌধুরী স্কুল মাঠে উৎসব মুখর পরিবেশে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদারের সভাপতিত্বে রিপন চৌধুরী ও ফারুক তালুকদার এর মুগ্ধকর পরিচালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাশী ইউনিয়নে জন নন্দিত চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী তালুকদার,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার,শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মোঃ ইকবাল আহমেদ সর্দার,জাহাঙ্গীর খান,চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্টেটারী মোঃ মিজানুর রহমান সাংবাদিক,আব্দুর রউফ চৌধুরী,রফিকূল ইসলাম,কোরআন তেলাওয়াত করেন ফারহান খান। আজ ১০নং মিরাশি ইউনিয়নের হতদরিদ্র অসহায় এবং সুবিধা বঞ্চিতদের মধ্যে দু’জন মরন ব্যাধি ক্যান্সার রোগিকে চিকিৎসার জন্য নগদ অর্থ ও অন্যান্যদের মাঝে একশত জনকে শীতের কম্বল ও চাদর বিতরন করা হয়। সর্বপ্রথম এই যুবশক্তি প্রবাসী সংগঠনটি প্রতিষ্টা করেন প্রবাসে থাকা মিরাশী ইউনিয়নের ৫ জন রেমিটেন্স যোদ্ধা। তারা হলেন প্রতিষ্টাতা মোঃ আলমগীর খাঁন মানিক আহবায়ক, মোঃ এনাম খন্দকার বাসার ১ম যুগ্ম আহবায়ক,মোঃ রহমত আলী যুগ্ম আহবায়ক, মামুনুর রশীদ মান্নান সদস্য সচিব, মোঃ জামাল মিয়া যুগ্ম আহবায়ক। বর্তমানে প্রবাসে এবং দেশে যুগ্ন আহবায়ক সহ বিভিন্ন পদে মোট ৬০জন সদস্য দ্বারা সংগঠনটি পরিচালিত হচ্ছে। অন্যান্য যুগ্ন আহবায়করা হলেন- হাফেজ দেলোয়ার হোসেন (আলোনিয়া), মোতাব্বির খাঁন ( আইতন), মুসলিম আলী মীর ( ময়নাবাদ), মোঃ দুলন চৌধুরী(পশ্চিম মিরাশি), ফারুক তালুকদার (আসলা), জামাল আলী মীর ( মহদিরকোনা), ফরিদ খাঁন ( আইতন), সোহাগ খাঁন ( আইতন), হিরন খাঁন( আইতন), ফয়সল আহামেদ (আসলা), আব্দুল আওয়াল ( আইতন নয়াবাড়ি), উস্তার মিয়া ( সৈয়দাবাদ), মোঃ ফজলে রাব্বি ( পড়াঝার), শামীম হোসেন ফজল ( আসলা), নজরুল ইসলাম (আব্দাছালিয়া), রায়হান আহমেদ জাবেদ ( রাকি) , রিপন চৌধুরী (পশ্চিম মিরাশি) , ইকবাল আহামেদ সরদার( নোয়াবাদ), রাসেল মিয়া( আব্দাছালিয়া) কাওছার মিয়া ( আলোনিয়া), ইসমাইল হোসেন জয় ( লাতুরগাও),জালাল খাঁন ( আইতন), তাজুল ইসলাম ( হরিহরপুর) রিজন আহমেদ ( গোয়াছপুর), মনির উদ্দিন (পড়াঝার), মামুনুর রশীদ মামুন ( মহদির কোনা), নুরুল ইসলাম ( পড়াঝার), হাবিব মিয়া ( মহদির কোনা), মিজান মিয়া ( পড়াঝার), জাফর কাজী ( একডালা), কুতুব আলী ( মহদির কোনা), মোক্তার আহামেদ ( সাওালিয়া), রুমন চৌধুরী (পশ্চিম মিরাশী), মোস্তাফিজুর রহমান সৌরভ( সৈয়দাবাদ), সম্মানিত সদস্যরা হলেন, ইকবাল হোসেন( আদমপুর), কাওছার আহামেদ সুমন ( আসলা), কাইয়ুম মিয়া ( পড়াঝার), রজব আলী (সৈয়দাবাদ), জাব্বির হোসেন( পড়াঝার), আব্দুর শহিদ (পশ্চিম মিরাশী), মোসাইদ মিয়া ( পড়াঝার), জামাল উদ্দিন (নোয়াবাদ), আসাদুজ্জামান জনি(সেনেরগাও),জসিম উদ্দিন সবুজ(মহদিরকোনা),আমিন আলী ( আসলা), লিটন মিয়া ( পড়াঝার), আঃ মান্নান আলতা (হরিহরপুর),ফারুক মিয়া (আব্দাছালিয়া),আঃ হানিফ ( বড়াব্দা), আঃ রহিম ( পড়াঝার), হাসান মিয়া চৌধুরী (মুছিকান্দি), ও মোস্তফা বাশার(আলোনিয়া)। উল্লেখ্য যে বওগত করোনা মহামরিতে ও মিরাশী ইউনিয়নের ১২০টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এই সংগঠনটির অগ্রযাত্রা দিন দিন আরো সু-প্রসারিত হবে এমন শুভ প্রত্যাশা মিরাশী ইউনিয়নবাসীর।
Leave a Reply