দিলোয়ার হোসাইন, বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ১৪টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
শনিবার দিবাগত রাত ২টার সময় বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজারে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।বানিয়াচং ফায়ার সার্ভিস ষ্টেশন সূত্রে জানা যায়,স্থানীয় বড়বাজারের ইবনে সিনা ফার্মেসী‘র বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে পাশর্^বর্তী দোকানে আগুন ছড়িয়ে পড়ে একে একে ১৪টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়।
খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে বানিয়াচং ফায়ার ব্রিগেডের দমকল বাহিনী ছুটে এসে প্রানপন কাজ শুরু করেন।এ সময় খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার ব্রিগেডের ২টি ইউনিট ও নবীগঞ্জ ফায়ার ব্রিগেডের ১টি ইউনিট দু‘ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন।পুড়ে যাওয়া দোকানগুলো হলো ইবনে সিনা ফার্মেসী,আবুল হোসেন মিয়ার ফার্মেসী,মুদির দোকানগুলো হলো আবুল কালম মিয়ার দোকান,আলমগীর মিয়ার দোকান,মুশাহিদ মিয়ার দোকান,সুমন মিয়ার দোকান,নাজমুল মিয়ার দোকান,দুলাল মিয়ার দোকান,মহসিন মিয়ার দোকান,লিটন দাশের ডিমের আড়ৎ,ওয়াহেদ মিয়া,লাল মিয়া,নাহিদ মিয়া ও আব্দুস সালাম মিয়ার পান-সুপারীর আড়ৎ সম্পূর্নরুপে পুড়ে ভস্মীভূত হয়েছে।ব্যাবসায়ীরা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক কোটি টাকার উপরে হবে।এ ব্যাপারে পান-সুপারীর আড়ৎদার আব্দুস সালাম মিয়া কান্নারত অবস্থায় আহাজারি করছিলেন।তিনি জানান তার ভাই মুদি দোকানদার আবুল কালাম মিয়া পূবালী ব্যাংক,ব্র্যাক,আশা এনজিও সহ প্রায় ১০টি প্রতিষ্টান থেকে লোন নিয়ে ব্যাবসা করছিলেন।
এখন আগুনে পুড়ে তার সব শেষ হয়ে গেছে।এ সময় উপস্থিত লোকজনও আবেগ তাড়িত হয়ে পড়েন।এ ব্যাপারে বানিয়াচং ফায়ার ব্রিগেডের লিডার মোঃ ফয়েজ আহমেদ জানান, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি বৈদ্যতিক সর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার ব্রিগেড দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করি। পরবর্তীতে আমাদের আরও তিনটি ইউনিট এস উপস্থিত হলে দু‘ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
এছাড়াও ২৮ নভেম্বর শনিবার সকাল ৯টায় বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে লেপ-তোশকের দোকানে আগুন লেগে ওই দোকান ঘর সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম জানান আনুমানিক ৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার দুটি বাজারে পরপর দু‘দিনে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে।
Leave a Reply