মো মাসুদ আলম মিরাশী থেকেঃ চুনারুঘাটের খোয়াই নদীর পূর্বাঞ্চলে ১০নং মিরাশী ইউনিয়নের একাধিক ধানের জমিতে দেখা গেছে কারেন্ট পোকা নামক এক যাক বিপন্ন ক্ষতিকারক পোকা। যা নষ্ট করছে অনেক জমির পাকা ধান। এই জাতীয় পোকা ১৯৭১ইং সালের পর কোনো জমিতে দেখা যায়নি বলে জানিয়েছেন কৃষকরা।এই বছর বিভিন্ন জায়গায় বন্যার কারনে ধান ও সবজি জমি নষ্ট হয়ে যাওয়ায় ধানের দাম প্রায় ১হাজার টাকা থেকে ১২শত টাকা মন দরে ধান বিক্রি হবে বলে ও জানান কৃষকরা। পোকা নিধনের জন্য পাকা ধানে ঔষধ দিয়ে কোনো কাজ হচ্ছে না। এই কারেন্ট পোকার দল যেই জমিতে নামছে জ্বালিয়ে ফেলছে ধান সহ গাছ। ১০নং মিরাশী ইউনিয়নে কৃষকের দাবি চুনারুঘাট উপজেলার কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন এর দৃষ্টি ও নিজ দায়িত্ব পরিদর্শনে আনতে পারে কৃষকের মুখে হাসি।
Leave a Reply