আসন্ন ইউপি নির্বাচনে চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউপিতে নৌকার মনোনয়নে এগিয়ে আছেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার।
জানা যায়, ছাত্র রাজনীতি থেকে তৃনমূলে বেড়ে উঠা এই নেতা জনগনের কাছে মিশতে পেরেছেন অনেক বেশী। পাশাপাশি গ্রাম্য সালিশ নিষ্পত্তি থেকে শুরু করে বিরোধ মিমাংসায়ও রয়েছে তার ভূমিকা। এদিকে নৌকার মনোনয়নে এগিয়ে থাকা এই নেতাকে আওয়ামী ঘরনার সমর্থকরাও ইউনিয়নে দেখতে চান বলে তথ্য পাওয়া গেছে। করোনাকালে সরকারের বরাদ্দকৃত ত্রাণ বিতরণেও তার অগ্রণী ভূমিকা রয়েছে।
চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অনেকজন থাকলেও দলীয় মনোনয়ন নিয়ে এখনো নির্বাচন কমিশন কোন সুনির্দিষ্ট তথ্য দেয় নি। এরপরেও দলীয় মনোনয়নে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক বেশী বলে মনে করছেন দলীয় নেতারা।
নির্বাচনকালীন অবস্থান বিষয়ে জানতে চাইলে এই নেতা বলেন, আমি জনগণের দ্বারে দ্বারে যেতে চেষ্টা করি। মানুষকে নিয়েই চলতে চাই। জনগনের সুখ দুঃখ পরিতাপ একসাথে ভাগ করতে চাই।
ইউনিয়নের ভোটাররা মনে করছেন, দলীয় মনোনয়নে এগিয়ে থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকার বিভিন্ন সময়েই সহযোগিতায় এগিয়ে থাকেন। বিরোধ নিষ্পত্তি থেকে শুরু করে নানান ভাবেই সহযোগিতার হাত বাড়ান। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনিই এগিয়ে থাকবেন ভোটের লড়াইয়ে।
Leave a Reply