নুর উদ্দিন সুমন : প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবেলায় আনবে গতি” এই প্রতিপাদ্যকে সমানে রেখে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আরিফুল ইসলামের সভাপতিত্বে সপ্তাহের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। এ সময় উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড প্রদর্শনের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করা হয়।
Leave a Reply