নিজস্ব প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য স্বীকৃত স্বরূপ হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। শনিবার (৩১ অক্টোবর) সকালে হবিগঞ্জ পৌর টাউনহলে এক সভায় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্বাক্ষরিত সম্মাননা স্মারক ও সনদ মোঃ আবু তাহের মিয়া মহালদারের হাতে তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ যে, মোঃ আবু তাহের মিয়া মহালদার চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
Leave a Reply