বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাদবাগানের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭অক্টোবর) সাড়ে নয়টায় ছাদবাগানের উদ্ধোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র ব্যাবস্থাপনায় উপজেলা পরিষদের তিনতলার ছাদে দেশীয় ফল ও ফুলের বাগান করা হয়েছে।
এরমধ্যে রয়েছে আম,লেবু,কমলা,মাল্টা সহ বিভিন্ প্রকার ফল ও ফুলের চারা।
Leave a Reply