বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে গলা কেটে মেয়েকে হত্যা ॥ ঘাতক পিতা গ্রেফতার কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে অর্ধশতাধিক স্থানে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ নবীগঞ্জের বোয়ালজুর গ্রামে কৃষকের সবজি বাগান কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতি

চোরাই চায়ে বাজার সয়লাব, হুমকির মুখে দেশীয় চা শিল্প ॥ পুলিশ কর্তৃক চা-পাতা আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৯৩ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক চোরাই চা-পাতা আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে করে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ। জানাগেছে গত ৯ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদে ভিত্তিতে চুনারুঘাট থানার একদল পুলিশ উপজেলার শানখলা ইউনিয়নের চলিতারআব্দা ব্রিকফিল্ড সংলগ্ন এলাকা থেকে সিএনজি যোগে দেশীয় চোরাই চাপাতা পাচারকালে ৭বস্তা চাপাতা আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ মাঝেমধ্যে পাতা উদ্ধার করলেও আটক হয়নি চোরা কারবারীরা। এতে করে চোরাচালান বেড়েই চলেছে। কারবারীরা সুযোগ সন্ধানে পাতা পাচার করছে। বিশেষ করে গভীর রাতে ও ভোর রাতে সিএনজি যোগে চোরাই চা-পাতা পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। স্থানীয়রা জানান, চোরাই চা-পাতা পাচারের সাথে জড়িত ওই এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী লোক । একাধিক গোপন সুত্র জানায় বাগানের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এবং রাজনৈতিক ছত্রছায়ায় পাচার হচ্ছে বাগানের চা-পাতা। তাদের নেতৃত্বে গড়ে উঠেছে বিশাল সিন্ডিকেট। যারা দিনে প্রশাসনের সাথে চোরাচালান বন্ধের জন্য জোরালো বক্তব্য দেন তারাই আবার রাতে চোরাকারবারিদের মদদ দিচ্ছেন। এতে করে হুমকির মুখে দেশীয় চা শিল্প। পুলিশ চোরাই চা-পাতার চালানটি আটক করার পর থেকে পাতা সেন্ডিকেটের লোকজন নিরীহ লোকজনের উপর মামলা হামলার হুমকী দিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। এনিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে রমাপুর গ্রামের কয়েকজন জানান, চোরাই চা-পাতা আটকের পর কারবারীরা তাদের সন্দেহ করছে । এনিয়ে স্থানীয় সচেতন মহল ও চোরাই পাতা সেন্ডিকেটের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এনিয়ে এলাকায় উত্তজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীরা জানায়, চোরাচালন রোধে প্রতি রাতেই কঠোর নজরধারী রেখে টহল দিচ্ছেন। চোরাই পণ্যও জব্দও করা হচ্ছে । কিন্তু এরপরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না চোরাকারবারিদের। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, প্রতিদিন পাতা চোরাই হচ্ছে কিন্তু কারা জড়িত বলতে পারবেননা। স্থানীয় বাগান ম্যানাজারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ বলেন, ‘আমরা সব সময় কঠোর নজরধারী রাখছি। বিশেষ করে বিভিন্ন চা বাগান দিয়েই এসব চা পাতা পাচার হচ্ছে । প্রতি রাতেই আমাদের টহল দল বিভিন্ন চা বাগানসহ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময় আটকও করা হচ্ছে চোরাকারবারিদের। চোরাকারবারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবী জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com