নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানার নবাগত ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী নারীসহ ২০জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের আজ রবিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা যায়, ১৭ অক্টোবর রবিবার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় অভিযানে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ ওয়ারেন্টভুক্ত ২০জন পলাতক আসামী গ্রেফতার গ্রেফতার করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ বলেন, আইন শৃংখলা নিয়ন্ত্রনে আমরা কঠোর প্রদক্ষেপ গ্রহন করেছি। কোন অপরাধী চুনারুঘাটে ঠাই হবেনা। আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৯ জন ও সাজাপ্রাপ্ত ১জন আসামি রয়েছে। আজ দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয় ।
Leave a Reply