নুর উদ্দিন সুমন : চোরাই পথে আসা হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, ও শ্রীমঙ্গলের একাংশের সীমান্তে জব্দৃকত ২২. ৭১৩ কেজি চা-পাতা ধ্বংস করা হয়েছে। যার মুল্য ৬৮ লাখ টাকার উপরে। সোমবার সকাল ১০ টায় হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর পিবিজিএম পিবিজিএমএস অধিনায়ক এর পরিচালনায় সদর প্রশিক্ষণ ধুলিয়াখাল মাঠে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের যুগ্ন কমিশনার মোঃ মিনহাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,বিজিবির সহকারী পরিচালক মো: নাসীর উদ্দিন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মিল্টন চন্দ্র পাল, কাস্টমস প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ, সহকারী রাজস্ব কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ শুল্ক গুদাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: ইসমাইল হোসেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুল ইসলাম, এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply