শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

চুনারুঘাটে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে ওসির অ্যাকশন : মামলা ৫

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৩২৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জরুরি বিদ্যুতের কাজে নিয়োজিত’ আইনজীবী’ পুলিশ’ সাংবাদিক’ প্রেস’ সংবাদপত্র’ এরকম বিভিন্ন পেশা ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে চুনারুঘাট পৌরহরে ধাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য মোটর সাইকেল। আবারও কারো কারো ভাঙাচোরা মোটর সাইকেলের নাম্বার প্লেটে শোভা পাচ্ছে ‘এএফআর’ (অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন) লেখা। মোটর সাইকেলের আয়ূ শেষ হওয়ার পথে হলেও সেই ‘এএফআর’র মেয়াদ যেন শেষ হতে চাইছে না। আজ শনিবার ১ আগস্ট বিকেলে পৌর শহরে ওসি শেখ নাজমুল হক এর নেতৃত্বে সকল অফিসারগণ বিশেষ অভিযান করেন। অভিযানের শুরুতে নাম্বারপ্লেট বিহীন ও কাগজপত্র ছাড়া চলাচলকারী ৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেয়া হয়েছে । নাম্বার প্লেট বিহীন ও কাগজপত্র ছাড়া চলাচলকারী বিরুদ্ধে এবার জোরেশোরে অভিযানে নামছে চুনারুঘাট থানা পুলিশ। অভিযানে বৈধ কাগজপত্র না থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান ওসি শেখ নাজমুল হক। পুলিশ সূত্রে জানা যায়- নাম্বার প্লেটে পেশা ও পদবী লেখা রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলগুলোদের বেশিরভাগই ব্যবহৃত হয় বিভিন্ন অপরাধ কর্মকান্ডে। ছিনতাই, হামলা, সংঘর্ষে সন্ত্রাসী ও অপরাধীরা এসকল মোটর সাইকেল ব্যবহার করে থাকে। তাই রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্র ছাড়া যেসব মোটর সাইকেল শহরে চলাচল করছে সেগুলো ধরতে বিশেষ অভিযানে নামছে চুনারুঘাট থানা পুলিশ। পৌর শহরে বেশ কিছু মোটরসাইকেল অবৈধভাবে চলাচল করছে। এসব মোটরসাইকেল মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত হয় এবং মোটরযান অধ্যাদেশের আওতায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহার সম্পূর্ণ বেআইনী। ওসি শেখ নাজমুল হক মোটর সাইকেল মালিক ও চালকদের বিআরটিএ অফিস থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করেন সেই সাথে মোটরসাইকেল বিক্রয়কারী এজেন্ট ও ডিলারদেরকে ক্রেতার নিকট মোটরসাইকেল হস্তান্তরের পূর্বেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। এখন থেকে মাদের পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু অভিযানকালে মোটরসাইকেল চালকদের মূল ডকুমেন্টসমূহ সাথে রাখার অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com