নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানায় শপথ গ্রহনের পর থেকে মাদকের বিরুদ্ধে থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত । চলমান অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সম্রাটসহ ১২জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আমু চাবাগানসহ বেশ কয়েকটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানকারী দল বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মদ বিক্রির বিভিন্ন সরঞ্জাম খুঁজতে থাকে। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মদের বার চালানোর লাইসেন্স দেখতে চান। পরে তারা লাইসেন্স যাচাইকালে প্রদর্শনে ব্যর্থ হয়। এসময় মদ বিক্রির অপরাধে মদ বিক্রেতা রাজেশ গড় ও বগাডুবি গ্রামের ক্রেতা রনজিত দেবকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল, ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকসহ একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল, জানান কয়েকটি বোতল থেকে প্রায় ২০ লিটার কাচা মদ উদ্ধার ও কয়েকটি হাড়ি, কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং মদ উৎপাদনের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী রনজিত দেবকে ৬ মাসের কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং রাজেশের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন এ এপর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইজনসহ ১২জনকে আমরা আটক করেছি কোন মাদক কারবারি রেহাই নেই আমাদের অভিযান অব্যাহত।
Leave a Reply