বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত নবীগঞ্জ উপজেলায় বিয়ের গেট স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবিনিময়ে ৩০ জন আহত নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় শিবলী হাসান (১৭) নামে এক নবম শ্রেণীর ছাত্র নিহত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বাস চাপায় সিরাজুল ইসলাম (৭০) এক বৃদ্ধ নিহত স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্জে যাওয়া হল না ব্যবসায়ী আব্দুল হালিমের। চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২ রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে টেটাবিদ্ধ মইনুল ইসলাম চুনারুঘাট উপজেলা ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিলেটে শনিবার থেকে লকডাউন শুরু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪০৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের রেড জোন সিলেট নগরীতে লকডাউন কার্যকরের সময় পরিবর্তন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার থেকে লকডাউন কার্যকর হবে। মঙ্গলবার রাতে নগরভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে মঙ্গলবার সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নগরীর ২৪টি ওয়ার্ডে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, বৈঠকে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি। সুরমা নদীর উত্তরপাড়ের ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ডকে লকডাউন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই তা কার্যকর হবে। তবে রাতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত বৈঠকে লকডাউনের তারিখ পরিবর্তন করে শনিবার থেকে তা কার্যকর করার সিদ্ধান্ত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ওয়ার্ড কাউন্সিলররা বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার থেকে লকডাউন করার প্রস্তাব করলে সবার মতামতের পরিপ্রেক্ষিতে তা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। সভার শুরুতেই সদ্য প্রয়াত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপস্থিত থাকা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার নয়, আগামী শনিবার ভোর ৬টা থেকে টানা ২১ দিন মহানগরের ২৪টি ওয়ার্ডে চলবে লকডাউন। সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদায়ক রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তী, শাহপরাণ থানার সহকারী কমিশনার (এসি) আফসার, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কাউন্সিলর রেজওয়ান আহমদ, রাশেদ আহমদ, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, আজাদুর রহমান আজাদ, শান্তনু দত্ত (সনতু), রেজাউল হাসান কয়েছ লোদী, মো. তারেক উদ্দিন তাজ, আফতাব হোসেন খান, রেবেকা আক্তার লাকী, এসএম শওকত আহমদ তৌহিদ, শাহানারা বেগম, মো. ছয়ফুল আমিন বাকের, সিকন্দর আলী, এবিএম জিল্লুর রহমান, ফরহাদ চৌধুরী শামীম, মোহাম্মদ তৌফিক বক্স লিপন, মোস্তাক আহমদ, বিক্রম কর, তৌফিকুল হাদী, মখলিছুর কামরান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com