বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর নামক এলাকা থেকে সোহেল মিয়া (৩০), পিতা: আদম আলী, সাং: দক্ষিণ স্নানঘাট নামের এক ব্যক্তিকে ইয়াবা সেবনরত অবস্থায় জনতা হাতেনাতে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার ভুমি।
স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় আসামীকে আটক করা হয়। আসামীর কাছ থেকে তিন পিস ইয়াবা, একটি সিম, খালি মানিব্যাগ এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামী সোহেল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাহুবল।
Leave a Reply