হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে খোয়াই নদীতে উদ্ধার হওয়া যুবকের মরদেহ ভারতীয় নাগরিক বলে সনাক্ত হয়েছে। বিএসএফ এর দাবির পরিপ্রেক্ষিতে মরদেহটি আজ হস্তান্তরের প্রক্রিয়া করেছে বিজিবি। আদালতের আদেশ পেলে কবরস্থান থেকে উত্তোলনের পর আজ হস্তান্তর হচ্ছে। বিজিবি-৫৫ ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্ণেল সামিউন্নবী এই তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের খোয়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এ সময় তার প্যান্টের পকেটে পাওয়া যায় ভারতীয় ১০ রূপির ১ একটি নোট ও একটি চাবির ছড়া।
বুধবার সকালে মরদেহটি অজ্ঞাত হিসাবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করলে তারা শহরের রাজনগর কবরস্থানে দাফন করে। এ বিষয়টি জানতে পেরে খোয়াই জেলার সিনিয়র সাংবাদিক আশিষ চক্রবর্তীর মাধ্যমে খবর পেয়ে টিটন শীলের পরিবার তার লাশ সনাক্ত করে এবং খোয়াই পুলিশকে জানায়।
পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর মাধ্যমে হবিগঞ্জ সদর থানায় যোগাযোগ করলে লাশের ছবি দেখে লাশ সনাক্ত করা হয়। এনিয়ে বিএসএফ- বিজিবির মধ্যে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ান কমান্ডার লে.কর্ণেল সামিউন্নবী জানান, বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনু্িষ্ঠত হবে। আমরা আজ(শুক্রবার) তাদের কাছে লাশ হস্তান্তর করব ।
এর আগে যুবকের লাশ হস্তান্তরের বিষয়ে চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনলাইনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্বে দেন বাল্লা বিজিবি কমান্ডার মোঃ সেলিম আহহেদ ও ভারতের ত্রিপুরার সিংগিছড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার আত্রেবা শর্মা। বৈঠকে বিএসএফ বাংলাদেশের নদীতে উদ্ধারকৃত যুবকের লাশ তাদের বলে লাশ হস্তান্তরের দাবী জানায়। এ সময় বিএসএফ বিজিবির কাছে মৃত ব্যক্তির ছবি ও তার পরিবারের লাশ চিহ্নিত করার প্রমাণপত্র প্রদান করে।
Leave a Reply