এফ এম খন্দকার মায়া ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওন্দী সড়কে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য জাকারিয়া তারেকের উপর সন্ত্রাসীদের মরণঘাতী হামলা হয। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান জানান গতকাল বিকালে নিউ সোহাগ বিক্সস ফিল্ডের ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে আবদুল আউয়াল, খালেক,শানু গংদের উপস্থিতিতে সন্ত্রাসীরা আকস্মিকভাবে দেওন্দী সড়কের শ্রীরামপুর এলাকায় বিক্সস ফিল্ডের মালিক কবির, ম্যানেজার ইকবাল, মিন্টু ও জাকারিয়া তারেকের উপর হামলা চালায়।এতে জাকারিয়া তারেক গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাকে রক্ষা করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে আসে।
জানা যায় জাকারিয়া তারেক,কবির, ইকবাল,মিন্টু ব্যক্তিগত প্রাইভেট কার সহ আসার পথে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের উপর আক্রমণ করা হয়।এতে জাকারিয়া তারেক কে পিকল ও রড দিয়ে সন্ত্রাসীগন আঘাত করলে গুরুতর ভাবে আহত হয় এবং তাদের তার গাড়িও ভাংচুর সহ প্রায় ৭লক্ষ টাকা চিনিয়ে নেয়। উপজেলা ছাত্রলীগের নেতার উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানায় উপজেলা ছাত্রলীগ এবং দ্রুত সময়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের কাছে। জাকারিয়া তারেকের উপর হামলায় ছাত্রলীগ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তারা হুশিয়ারি প্রদান করেন।
Leave a Reply