শেখ জাহান রনি মাধবপুর।। হবিগঞ্জের মাধবপুরে করোনা সংকটে প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছের উৎপাদন অব্যাহত রাখতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজডট প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায় ২০১৯ -২০ অর্থ বছরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২০ জন সিআইজি মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী পুকুরের মাছ চাষের উপকরণ হিসেবে মৎস্য খাবার জন প্রতি২০০ কেজি হারে – ৪০০০ কেজি , সাইন বোর্ড ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ৩টি প্যাকেজের ৯২৫কেজি মাছের খাদ্য ও সাইনবোর্ড বিতরণ করা হয়। মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু, বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ক্ষেত্র সহকারীগণ, সংশ্লিষ্ট ইউনিয়নের লিফগণ ও প্রদর্শনী চাষি প্রমুখ।
Leave a Reply