নিজস্ব প্রতিনিধি:।হবিগঞ্জ চুনারুঘাটের মাওলানা আব্দুল কুদ্দুস আমরোডি ওরফে ইকবাল মিয়া সাহেব আর নেই। রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকোল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। সোমবার বাদ আছর চুনারুঘাট আমরুড ছাহেব বাড়ি (ঘনশ্যামপুর)গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কদ্দুস ওরফে ইকবাল মেছাব ফুলতলি দরবার শরিফের অন্যতম খলিফা ও আমরুড বাজার জামে মসজিদ ও ২ নং আহম্মাবাদ ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ইমাম ছিলেন। চুনারুঘাট উপজেলা সহ মরহুমের অসংখ্য ভক্ত ও মুরীদান রয়েছে। মরহুম আব্দুল কদ্দুস ইকবার মিয়া আহম্মাবাদ দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা,এতিমখানা ও একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তাছাড়া দারুল ক্বিরাত মজিদীয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে শতশত ছাত্র-ছাত্রীদের প্রবিত্র কোরআন সহীহ শুদ্ব করে পড়ার সুযোগ করে দেন। আমরুডের ইকবাল মেছাবকে আমরুডি সাব হিসেবে গন্য করেন অনেকে। চিুনাহবিগঞ্জ চুনারুঘাটের মাওলানা আব্দুল কুদ্দুস আমরোডি ওরফে ইকবাল মিয়া সাহেব আর নেই। রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকোল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। সোমবার বাদ আছর চুনারুঘাট আমরুড ছাহেব বাড়ি (ঘনশ্যামপুর)গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কদ্দুস ওরফে ইকবাল মেছাব ফুলতলি দরবার শরিফের অন্যতম খলিফা ও আমরুড বাজার জামে মসজিদ ও ২ নং আহম্মাবাদ ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ইমাম ছিলেন। চুনারুঘাট উপজেলা সহ মরহুমের অসংখ্য ভক্ত ও মুরীদান রয়েছে। মরহুম আব্দুল কদ্দুস ইকবার মিয়া আহম্মাবাদ দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা,এতিমখানা ও একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তাছাড়া দারুল ক্বিরাত মজিদীয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে শতশত ছাত্র-ছাত্রীদের প্রবিত্র কোরআন সহীহ শুদ্ব করে পড়ার সুযোগ করে দেন। আমরুডের ইকবাল মেছাবকে আমরুডি সাব হিসেবে গন্য করেন অনেকে।
Leave a Reply