মোজাম্মেল হক চুনারুঘাট ঃ করোনার প্রকোপে অচল সারাদেশ। অপর দিকে পবিত্র রমজান মাস এবং লকডাউনে হাট বাজার। এমন পরিস্থিতিতে হাট বাজার, দোকানপাট ও রাস্তায় রাস্তায় মানুষের পাশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতিসন্ত্রান ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ উদ্দিন তারেক । ৫ মে (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে নিজ এলাকা আহম্মাদাবাদ ইউনিয়নে বিভিন্ন হাট বাজার, দোকানপাট ও রাস্তায় রাস্তায় মানুষের মাঝে তৃতীয় দিনের মতো ১ হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নাহিদ উদ্দিন তারেক জানান, দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমার এই উদ্যোগে সর্বাত্মক সহযোগীতা করেছেন আমার বাবা মেম্বার দুলাল ভুঁইয়া। উল্লেখ্য যে, এর আগে ২৯ এপ্রিল ১ম দিনে ৫শত প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে ১লা মে ২য় দিনে ১৫শত প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply