এফ এম খন্দকার মায়া, চুনারুঘাটঃ-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২নং আহম্মাদাবাদ ইউনিয়নে কালীশিরী গ্রামে কৃষকের জমিতে শশার বাম্পার ফলন। কিন্তু পাচ্ছেন না কোন কৃষকই নায্য মূল্য।এ যেন কৃষকের মাতায হাত।আজ শনিবার সকালে গিযে দেখা যায কৃষক আবদুল্লাহ আল মামুন তার জমি থেকে শশা সংগ্রহ করছেন বিক্রয়ের উদ্দেশ্য।উনার সাথে নিজস্ব মাধ্যমে কথা বললে কৃষক আবদুল্লাহ আল মামুন জানান যে অনেকেই শশার চাষ করেছেন।এবং ফলনও বাম্পার হয়েছে।আবদুল্লাহ আল মামুন কৃষক নিজেও ৫ একর জমিতে শশা চাষ করেন।আজ প্রায ২৫/৪০মন শশা বিক্রয়ের উদ্দেশ্য জমি থেকে তুলে মাত্র ১০/১২টাকা কেজি করে বিক্রি করছেন।এতে খরচের টাকা ফেরত পাওয়াই কষ্টসাধ্য ব্যাপার।দেশব্যাপী করোনাভাইরাসের প্রভাবে যোগাযোগ ও বাজার বন্ধ থাকায় তাদের কে এমন বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।কৃষকরা বলেন যদি সরকারি কোন মাধ্যমে এই এগুলো সংগ্রহ করা হতো তাহলে এমন দুরবস্থার পরতে হতো না তাদের।অতচ বাজারে গিযে দেখা যায় রমজান ও করোনাভাইরাস কে পুঁজি করে কিছু অসৎ ব্যবসায়ী ছড়া দামে বিক্রি করছেন। এমতাবস্থায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন প্রান্তিক কৃষক ও সাধারণ ভোক্তাগণ।
Leave a Reply