সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপির অবরোধ কর্মসূচি নবীগঞ্জে পিকআপ ভ্যান ভাংচুর বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক হবিগঞ্জ জেলা পরিষদের গাছ কাটার দরপত্র বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবিগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু চুনারুঘাটে পরিবারের সবাইকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ॥ টাকাসহ স্বর্ণলংকার লুটপাট মাধবপুরে ডাকাতি করতে গিয়ে দুই ডাকাত আটক হবিগঞ্জে নৌকা পেতে মরিয়া জেলার ৪টি আসনের আ.লীগ প্রার্থীরা আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুটি ও মালামাল জব্দ চুনারুঘাটে বৃদ্ধের লাশ উদ্ধার

পুলিশ সেবা সাপ্তাহে বর্ণিল সাজে চুনারুঘাট থানা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৩৫৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন॥ পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন। এই স্লোগানকে নিয়ে আনন্দমুখর পরিবেশে আজ ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী ২০১৯ সাত দিনব্যাপী পুলিশ সেবা সপ্তাহ শুরু হচ্ছে। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে চুনারুঘাট থানা ও এর আশপাশের জায়গাগুলো। উপজেলার প্রবেশপথ,রাস্তা,ও আশেপাশের প্রতিটি পয়েন্টে সাজানো হয়েছে বর্ণিলভাবে। নতুন ব্রিজ গোলচত্বরের প্রবেশ পথে বানানো হয়েছে মনোমুগ্ধকর গেইট। বিভিন্ন রঙিন কারুকার্য দিয়ে বানানো হয়েছে এসব গেইট। থানা ও পয়েন্ট গেইটে লম্বা করে লাইটিং করা হয়েছে। সড়ক ও থানা আঙিনা পরিস্কার-পরিচ্ছন্নতা দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। সবমিলিয়ে পুরো থানা সাজানো হয়েছে এক অন্যরকম রঙিন সাজে। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান সেবা সপ্তাহ উপলক্ষে থানা প্রাঙ্গণ থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টায় এক প্রচার র‌্যালী বের করা হবে।। এছাড়া র‌্যালী ছাড়াও পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট, পেস্টুন বিতরণ করে পুলিশের সেবা গ্রহণ, পুলিশের কাজে সহযোগীতা করা, অপরাধ দমন ও নিজে অপরাধ থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে চলা, মাদক নির্মূল ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচারণা চালানো হবে । বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রাখছে। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ দমন ও মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। চুনারুঘাট মাদকের বিস্তার রোধ ও সাইবার ক্রাইমের মতো অপরাধ দমনেও চুনারুঘাট থানা পুলিশ যথেষ্ট সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে। চুনারুঘাট উপজেলাকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ সদস্যগণ তাদের পেশাদারিত্বের প্রমাণ দিয়ে যাবেন।এদিকে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতেও চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com