নুর উদ্দিন সুমন : ফেইসবুক স্ট্যাটাস দেখে অসুস্থ দুই রোগীকে আর্থিক সহায়তা দিলেন মো: মামুন চৌধুরী। অসহায়, ক্যান্সার রোগীর জন্য সহায়তা চাওয়া হয়। কারও টাকার অভাবে বিয়ে হচ্ছে না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, কারও একটি হুইলচেয়ার বা ঘর বা দোকান করে দিলেই স্বাবলম্বী হয় সেসব ব্যক্তির পাশে দাঁড়ান দানবীর মো: মামুন চৌধুরী। এর্পন্ত ফেসবুক পোস্টের মাধ্যমে সহায়তা পেয়েছে বেশ কয়েকজন অসহায়-দরিদ্র মানুষ। গত (১৪ফেব্রয়ারী ) সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার তার ফেইসবুকে চুনারুঘাট পৌর শহরের আমকান্দি গ্রামের ক্যান্সার আক্রান্ত হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিউিটের থার্ড সেমিস্টার ছাত্রী জবা আক্তার বোনমেরু ক্যান্সার আক্রান্ত চিকিৎসার সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্যের আবেদন জানান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক ভোরের কাগজ এর চুনারুঘাট প্রতিনিধি জুনায়েদ আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। বিষয়টি হবিগঞ্জের চুনারুঘাটের কৃতি সন্তান লন্ডন ট্রাডিশনের কর্ণধার বিশিষ্ট সমাজ সেবক সহৃদয়বান মো: মামুন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসটি নজরে আসে । পর পর দুইটি ফেসবুকে স্ট্যাটাস দেখে গুরুতর অসুস্থ চিকিৎসাধীন দুই রোগীদের আর্থিক সহায়তা দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসিত হন মো:মামুন চৌধুরী । প্রবাসী মো: মামুন চৌধুরীর ঘনিষ্ঠ সুত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজ এলাকায় এমন বিষয়টি জেনে তাৎক্ষণিক তাদের অবস্থা জেনে এ সহযোগীতা করেন। এ পর্যন্ত তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল ,কলেসহ ২শতাধিক অসহায় মানুষের পাশে থেকে আর্থিক সহায়তা করেছেন। মো: মামুন উপজেলার ময়নাবাদ গ্রামের কৃতি সন্তান । তিনি লন্ডন ট্রাডিশন এর কর্ণধার বৃটিশ বাংলাদেশ চেম্বার এন্ড ইন্ডাস্ট্রি” কর্তৃক বর্ষসেরা উদ্যোক্তা । গত বছর ৯ অক্টোবর তাকে সম্মাননা পদক প্রদান করে বৃটিশ বাংলাদেশ চেম্বার এন্ড ইন্ডাস্ট্রি। মামুন চৌধুরীর উৎপাদিত পোশাকের ৯০ শতাংশ বিদেশে রপ্তানি হয় ।
Leave a Reply