এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সরকারী ভুমি বন্দোবস্ত এনে পরিবার-পরিজন নিয়ে সুন্দর মতো বসবাস করছিলেন খলিল। গত শনিবার রাতে নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পুর্ব) ইউনিয়নের শৈলা রামপুর গ্রামে খলিল মিয়ার বসত ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে তার সম্পুর্ণ ঘর ভূস্মিভুত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ওই গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মোঃ খলিল মিয়া জানান, তিনিসহ কয়েকজন লোক সরকারের কাছ থেকে খাস ভূমি নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত গ্রহন করেন। তাদের ওই ভুমির প্রতি কু-দৃষ্টি পড়ে এলাকার এক শ্রেনীর কুচক্রী মহলের। গত শনিবার রাত ১ টায় পূর্ব শত্র“তার জের ধরে তার বসতঘর পেট্্েরাল দিয়ে পুড়িয়েছে। ফলে তিনি খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।
এ ঘটনার সত্যতা জানতে স্থানীয় বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিক মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন-বসতঘর পুড়ার সংবাদ ফোনে লোকজন তাকে জানিয়েছেন। তবে ঘটনা কতটুকু সত্য তা বলা যাচ্ছে না। এছাড়া কেউ শক্রতামুলক আগুন লাগিয়েছে নাকি অসর্তকতার কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখা প্রয়োজন
Leave a Reply