চুনারুঘাটে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ক্যান্সার আক্রান্ত রোগী ছালেহাকে সমাজ সেবার চেক প্রদান । সোমবার বিকাল ৩টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এ চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, খায়ের উদ্দিন মোল্লা প্রমুখ। জানা যায়, উপজেলার গাজিপুর ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত রোগী ছালেহা(৫০)দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন, তার আবেদনের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। উল্লেখ্য সমাজ সেবা অধিদফতর বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর এ ধরনের মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করে থাকে।
Leave a Reply