সহযোগিতা সহমর্মিতাপূর্ন সমাজ গঠনই আমাদের প্রয়াস এই স্লোগানকে বুকে ধারণ করে হবিগঞ্জের চুনারুঘাটে সামাজিক সংগঠন ফ্রেন্ডস সোসাইটি বিডি ইউ এস এ-২০০১ এর উদ্যোগে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এ কিউ জয় ও সকল সদস্যের আর্থিক সহায়তায় উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত পরিবারের অসচ্ছল শিক্ষার্থীদে মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । ১৯ অক্টোবর সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম আকতার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম মিজান ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ তালুকদার এর যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হেলাল আহমেদ এবং গীতা পাঠ করেন রাজীব বৈদ্য।
এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আরিফুর রহমান অপু , বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মাহবুবা বিলকিস। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)নুসরাত ফাতিমা, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের , ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,ইন্জিনিয়ার আরিফুল হাই রাজীব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ তাজুল ইসলাম, সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল, পদক্ষেপ গণ পাঠাগার এর সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, ধামালি চুনারুঘাট এর সভাপতি এডভোকেট মোস্তাক বাহার, সাংবাদিক মোস্তাক আহমদ, তরফদার, আবুল কালাম আজাদ, উদীয়মান শিল্পপতি মিল্টন চৌধূরী, সাংবাদিক নুর উদ্দিন সুমন, কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আনোয়ার হোসেন লিজন প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চুনারুঘাটের শিক্ষার মান উন্নয়নে এ উদ্যোগ এ অঞ্চলের জন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উল্লেখ্য যে, এই সংগঠনটি ইতিপূর্বে মানবতার কল্যাণে অনেক ভূমিকা রেখেছে। সংগঠনের সকল পর্যায়ের সদস্য স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমাজের সকল মানুষ সাধ্যমতো এগিয়ে এলে শিক্ষাজীবন থেকে ঝরেপড়া শিশুর সংখ্যা কমে আসবে। গরীব-অসহায় মানুষগুলোও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন। সংগঠনটির উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এ কী জয় বলেন সংগঠনটি কেবল যাত্রা শুরু।আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান বলেন,
২শ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ এর মধ্যে ছিল একটা করে স্কুল ব্যাগ,ছাতা ও জ্যামিতি বক্স। সংগঠনের সভাপতি এস এম আকতার বলেন, সকল সহকর্মীদের নিয়ে প্রতিষ্ঠার পর থেকে কঠোর পরিশ্রম করে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন। সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা বিনা পারিশ্রমিকে সংগঠনের কাজ এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সকল কে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন
Leave a Reply