নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ডাকাত নুহ বাহিনীর প্রধানের ভাতিজা ও তার অন্যতম সহযোগী মো: সুজন মিয়া (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সুজন পারকুল বস্তী এলাকার দুলাই মিয়ার ছেলে। শনিবার (২২ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পারকুল বস্তী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী সুজনের বিরুদ্ধে চুরির মামলায় ওয়ারেন্ট রয়েয়েছে । এরপর পর থেকে আসামী সুজন পলাতক ছিল। এছাড়া সুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply