বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লা’র পক্ষ থেকে বাহুবল উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর উপজেলার দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাহুবল সার্কেলের সিনিয়ির সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ছাত্র-
ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। এ উপস্থিত ছিলেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর, ইউপি সদস্য ইয়ান উদ্দিন, হাজী বরকত উল্লাহ প্রমুখ।
পরে মিরপুর মাদ্রাসা, খিলবামই আহমদীয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা, ফদ্রখলা মাদ্রাসা, সফিয়াবাদ দারুল সুন্নাহ এতিমখানা, রশিদপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সুন্দ্রাটিকি আনোয়ারুল ইসলামিয়া এতিমখানা, নূরুদ্দিন একাডেমি মাদ্রাসা, পুটিজুরী ইসলামিয়া মাদ্রাসা ও বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়
Leave a Reply