নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি শফিকুল ইসলাম সুলতানকে অতর্কিত হামলা করেছে বিএনপি নেতা সুহেল মিয়াসহ তার লোকজন। শফিকুল ইসলাম সুলতান বগাডুবি গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র। আহত সুত্র জানায়, রাজনৈনিকত প্রতিহিংসামুলক দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য বিএনপি নেতা সুহেল মিয়ার সাথে শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সুহেল মিয়ার নেতৃত্বে ছাব্বির, সাহিদ, শাকিলগংরা পুর্ব পরিকল্পিতভাবে রাত সাড়ে ৮ টার সময় রাজার বাজার বটতলায় গতিরোধ করিয়া জনসম্মুখে মারপিট করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে শফিকুল ইসলাম সুলতানকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় এলাকায় দুই গ্রুফের মধ্য উত্তেজনা বিরাজ করছে। শফিকুল ইসলাম জানান, আমাকে তারা হত্যার উদ্যেশ্যে হামলা করেছে। আমি এর বিচার চাই। এঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।
Leave a Reply