চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার হবিগঞ্জের উপপরিচালক, তাওহীদ আহমদ সজল, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালা উদ্ভোধন করেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, এনডিসি। তিনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ক্ষুদা মুক্ত, দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার জন্য দেশ স্বাধীন করে ছিলেন প্রধানমন্ত্রী এই লক্ষ্যমাত্রা মাতায় নিয়ে কাজ করছেন। এ সময় কর্মশালায় চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, ব্যবসায়ীসহ নানা শ্রেনী-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে কর্মশালায় অংশ নেয়া সবাই স্থানীয় সমস্যা, সমস্যার কারণ, বাধা সমাধানের করণীয় বিষয়ে সরকারকে জানানোর জন্য সমস্যাগুলো উল্লেখ করে লিখিত আকারে জমা দেন।উক্ত কর্মশালায় ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন প্রতীক মন্ডল, রাজিব দাস পুরকায়স্থ।
Leave a Reply