জসিম উদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের এসো পাশে দাড়াঁই সংগঠনের উদ্যোগে অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট রোজ মঙ্গলবার সংগঠনের কর্মীদের উদ্যোগে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া গ্রামের মোঃ ফারুক মিয়ার ও ৩০ আগস্ট রবিবার ৫নং ওয়ার্ডের হুরপাড়া গ্রামের ছুরত আলীর হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দাতা সদস্য সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিজান,মোঃ আফরোজ মিয়া,মোঃ মাসুক মিয়া,সভাপতি শাকিবুর রহমার বাপ্পু, সহ-সভাপতি আমিনুল ইসলাম,মাস্টার মোঃ জসিম উদ্দিন, আলাউদ্দিন,সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জুয়েল, যুগ্ম সম্পাদক তোফয়েল আলম মোল্লা,জসিম উদ্দিন,জাকারিয়া ইসলাম রাজু ,মোঃ হাসান আলী,সাংগঠনিক সম্পাদক নুর আলম, অর্থসম্পাদক জয়নাল আবেদিন, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন লস্কর,সহ-দপ্তর সম্পাদক রশিদ মিয়া,সদস্য আশরাফুল ইসলাম, রকিব মিয়া, শামিম মিয়াসহ প্রমূখ। সংগঠনের সভাপতি শাকিবুর রহমার বাপ্পু বলেন, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, প্রতি ঈদে গরিব অসহায় দরিদ্রদেরকে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করে আসছি । তিনি আরও বলেন এই মহত কর্মসূচী অব্যাহত থাকবে। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ফারুক মিয়া বহুদিন যাবত দুর্ঘটনায় আহত অবস্তায় বিনা চিকিৎসায় ও খুব কষ্টে দিন-যাপন করছেন। তিনি ৬ মাস আগে চট্টগ্রামের ফ্যাক্টরী থেকে আহত হন। ছুরত আলী দুর্ঘটনায় আহত হয়ে ঘরবন্দি হয়ে তার শশুর বাড়িতে অবস্থান করছেন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অনুদান পেয়ে ফারুক মিয়া ও ছুরত আলী এবং তাদের পরিবারের সকলে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply