মোজাম্মেল হক : বাহুবল উপজেলার সীমান্তবর্তী মিরপুর ইউনিয়নের লাকুড়ী পাড়া এলাকার আংশিক ও চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাও আংশিক খোয়াই নদীর পাড়ে মিনজিয়াম ক্রস গাছে ঝুলানো অবস্থায় টেনু মিয়া (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টেনু লামাতাশি ইউনিয়নের শিমুলিয়াম- গ্রামের মৃত আনছর উদ্দিনের ছেলে । আজ শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টেনু ডুবাই প্রবাসী ছিলেন। প্রবাস ফেরত এর পর কৃষি কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার টেনু মিয়া মিরপুরের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসেন এর পর টেনুর কোন খোঁজখবর মিলেনি। অবশেষে দুই উপজেলার ভয়ঙ্কর ঝাপজোড় এরিয়ায় গাছে ঝাুলানো তার লাশের খবর মিলে। খবর পেয়ে তার ভাগনা ও এক চাচা আসেন। তারা জানায়, তার পিতা আনছর উদ্দিনের দ্বিতীয় সংসারের ছেলে টেনু। তার মাতাও বেচে নেই। তার দ্বিমাতার ঘরের তার এক ভাই রয়েছে তার নাম রেনু মিয়া সেও প্রবাসে থাকে। বর্তমানে তার আপন বলতে কেহ নাই। যারাই রয়েছেন তার চাচাত ও তার পিতার দ্বিতীয় সংসারের।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি মো: পারভেজ আলম চৌধুরী, মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ নাজিম উদ্দিন, ওসি মোহাম্মদ কামরুজ্জামান, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম, এসআই জাহাঙ্গীর, এএসআই আওলাদ হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার বাহার, ইউপি সদস্য আব্দুল জলিলসহ এলাকার শতাধিক লোকজন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, এলাকাবাসী গাছের সঙ্গে টেনুকে ঝুলে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেন। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। তবে লাশের চোখের নিছে আঘাতের চিহ্ন রক্তমাখা ও মুখের আংশিক অংশে ঝলসানো ধারণা করা হচ্ছে তাকে মেরে লাশটি গাছে ঝুলিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা।
Leave a Reply