শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার মাধবপুর জায়গা নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ মহান বিজয় দিবস আজ নবীগঞ্জে আমেরিকা প্রবাসীর জায়গার ডোবা থেকে রাতে আঁধারে মাছ চুরি করে নিয়েছে একদল দূর্বৃত্তরা বাহুবলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ নবাগত ইউএনওর সাথে চুনারুঘাট প্রেসক্লাবের মতবিনিময় নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি ॥ চালককে অপহরণ ॥ পুলিশের তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার-১ ॥ মালামাল উদ্ধার হবিগঞ্জে ঠান্ডার কারণে বাড়ছে রোগের প্রকোপ চুনারুঘাটে চাকুরির মেলায় ১০২ জনের কর্মসংস্থান হল বাহুবলে টমটমের ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

চুনারুঘাটে নদীর পাড়ে গাছ থেকে রক্তমাখা এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

মোজাম্মেল হক : বাহুবল উপজেলার সীমান্তবর্তী মিরপুর ইউনিয়নের লাকুড়ী পাড়া এলাকার আংশিক ও চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাও আংশিক খোয়াই নদীর পাড়ে মিনজিয়াম ক্রস গাছে ঝুলানো অবস্থায় টেনু মিয়া (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টেনু লামাতাশি ইউনিয়নের শিমুলিয়াম- গ্রামের মৃত আনছর উদ্দিনের ছেলে । আজ শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টেনু ডুবাই প্রবাসী ছিলেন। প্রবাস ফেরত এর পর কৃষি কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার টেনু মিয়া মিরপুরের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসেন এর পর টেনুর কোন খোঁজখবর মিলেনি। অবশেষে দুই উপজেলার ভয়ঙ্কর ঝাপজোড় এরিয়ায় গাছে ঝাুলানো তার লাশের খবর মিলে। খবর পেয়ে তার ভাগনা ও এক চাচা আসেন। তারা জানায়, তার পিতা আনছর উদ্দিনের দ্বিতীয় সংসারের ছেলে টেনু। তার মাতাও বেচে নেই। তার দ্বিমাতার ঘরের তার এক ভাই রয়েছে তার নাম রেনু মিয়া সেও প্রবাসে থাকে। বর্তমানে তার আপন বলতে কেহ নাই। যারাই রয়েছেন তার চাচাত ও তার পিতার দ্বিতীয় সংসারের।

রক্তমাখা লাশ


এঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে তার মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন রটে। কেউ বলেছেন নারী সংক্রান্ত আর কেউ বলছেন জোয়ারিদের আক্রমণ, আর কেউ বলছেন পারিবারিক বিরোধ। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দারা জানায়, সন্ধ্যার পর থেকে ওই এলাকায় স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে জোয়ার আসর বসে এসমস্ত আসরে রয়েছে মদ গাজা ও নারীদের নিয়ে আনন্দ ফূর্তি। স্থানীয়দের ধারণা জুয়ার বাগবাটোয়ারা নিয়ে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বিষয়টি খতিয়ে দেখে জোয়ারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি করছেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি মো: পারভেজ আলম চৌধুরী, মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ নাজিম উদ্দিন, ওসি মোহাম্মদ কামরুজ্জামান, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম, এসআই জাহাঙ্গীর, এএসআই আওলাদ হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার বাহার, ইউপি সদস্য আব্দুল জলিলসহ এলাকার শতাধিক লোকজন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, এলাকাবাসী গাছের সঙ্গে টেনুকে ঝুলে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেন। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। তবে লাশের চোখের নিছে আঘাতের চিহ্ন রক্তমাখা ও মুখের আংশিক অংশে ঝলসানো ধারণা করা হচ্ছে তাকে মেরে লাশটি গাছে ঝুলিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com