বানিয়াচং প্রতিনিধি :মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের মাহমুদ মিয়া নামে এক প্রবাসী মারা গেছেন। বুধবার সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের জামালপুর গ্রামের মরহুম হাজী আব্দুল বারিক উল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান।
স্থানীয় মেম্বার মিজানুর রহমান জানান, মাহমুদ মিয়া কয়েক বছর আগে সৌদি আরব যান।
সেখানে চাকরির অর্থ দিয়ে তার সংসার ভালোই চলছিল। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার মারা গেছেন।
Leave a Reply