সৈয়দ আব্দুল মান্নান বাহুবল থেকে।। হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের প্রশংসনীয় উদ্যোগে জেলার অসহায় মানুষের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীতে যুক্ত হচ্ছে সব্জি। হবিগঞ্জে কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে তা ত্রাণ সামগ্রী হিসেবে অসহায়দের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহন করছেন । এতে কৃষকের যেমন নায্যমূল্য নিশ্চিত হচ্ছে, তেমনি দরিদ্ররাও পাচ্ছে পুষ্টিকর সবজি। শনিবার বিকেলে মাধবপুর উপজেলার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়াসহ ১৫ কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে করলা, টমেটো, শশা, চিচিঙ্গা, জিঙ্গাসহ ৯শ কেজি সবজি ক্রয় করেছে জেলা প্রশাসন। এসব সবজিগুলো চলমান সরকারি ত্রাণ সহায়তায় চাল-ডালের সাথে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে সরাসরি আরও বেশী পরিমাণ সবজি কেনা হবে।#
Leave a Reply