নিজস্ব প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চুনারুঘাটে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছে চুনারুঘাট পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৩এপ্রিল) দুপুরে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়। পৌর ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী সাইফুর রহমান সুজনের নেতৃত্বে একটি দল পানির ট্যাংক ও হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে শহরের প্রধান সড়ক ছাড়াও পৌর শহরের বিভিন্ন পয়েন্টে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিক তালুকদারসহ আরও অনেকেই । জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমে অংশ নেন, তামিম আহমেদ, শোয়েব তালুকদার, কলেজ ছাত্রদলের সাজ্জাদুর রহমান অনিক, ও আঃ রহিম সুজন প্রমুখ।
Leave a Reply