নিজস্ব প্রতিনিধি।। – জেলার চুনারুঘাটে গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক জাপানির নিজস্ব তহবিল থেকে ৫শ একান্নজন কর্মহীন হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। (৬ এপ্রিল) সোমবার সেবা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে করোনাভাইরাসের কারণে কর্মহীন গৃহবন্দি হতদরিদ্রদের মাঝে ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ মুসলিম উদ্দিন এর মাধ্যমে সেবা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে জনপ্রতি ৫শ টাকা করে এ অনুদান প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের এমডি ও প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম,৷ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রথম সেবা ডটকমের বার্তা সম্পাদক নুর উদ্দিন সুমন প্রমুখ। ডাঃ মুসলিম উদ্দিন জানান সদর ইউনিয়নে এপর্যন্ত ৫শ ৫১ জন হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে । পর্যায়ক্রমে গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক জাপানির এ সহযোগীতা আরও বাড়ানো হবে বলে তিনি জানান। গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক জাপানি জনসাধরণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে আহবান জানিয়ে বলেন সরকারের পাশাপাশি আমরা হতদরিদ্রদেরকে সহায়তা প্রদানের চেষ্টা করছি।
Leave a Reply