নুর উদ্দিন সুমন।। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাইরে থেকে কিনে আনার উপায় আপাতত অনেকটা বন্ধ। ফলে অনেকের কর্ম নেই আর অনেকর ঘরে খাবার নেই। মানবসেবার ব্রত নিয়ে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সত্যজিত রায় দাশ। তিনি পৌর শহরের হতদরিদ্রদের বাড়িতে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। তিনি মাঝেমধ্যে নিজ হাতে গাড়ি থেকে চালের বস্তাগুলো বহন করে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। গত শনিবার রাতে পৌর শহরের এক দিনমজুরের স্ত্রী উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বারে ফোন করেন ইউএনও ফোন ধরতেই অপর প্রান্ত থেকে পরিচয় দেন তিনি এক দিনমজুর এর স্ত্রী, উনার স্বামী দীর্ঘদিন হলো কোনোই কাজকর্ম নেই। ইউএনও ফোন পেয়েই তাৎক্ষনিক উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন ও রুমন তালুকদারের মাধ্যমে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারের নির্দেশনায় আমি কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে চাল পৌঁছে দিয়েছি। যাতে করে কাউকে ঘরের থেকে বের হতে না হয়। তার জন্য যতটা সম্ভব কাজ করছি। গণজমায়েত বন্ধের জন্য প্রচারণা ও সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছি। ভ্রাম্যামান আদালত চলমান রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, আমরা অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে মধ্যবিত্ত যে সকল পরিবার গৃহবন্দী রয়েছেন তাদেরকেও খাদ্য সহায়তা বিতরণ করা হবে। তবে সরকারি নির্দেশনা মানতে হবে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, কেউ না খেয়ে থাকবেনা ইনশাল্লাহ, আপনারা মনোবল হারাবেন না,নিজেকে দূর্বল ভাববেন না কিন্তু দয়া করে অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। আমরা খাবার আপনাদের বাড়িতে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।
Leave a Reply