শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট চা বাগানের উন্নয়ন ও শ্রমিদের কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট ॥ ৬ মাদকসেবী গ্রেফতার হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি হবিগঞ্জে বিজিবির অভিযানে ১শ কেজি গাঁজাসহ মদ-বিয়ার জব্দ মহাসড়কে ডিবি পুলিশের অভিযানে ৩৬০০ কেজি জিরাসহ দুইজন আটক হাসপাতালের ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ বোতল মদ জব্দ শায়েস্তাগঞ্জে কালোবাজারে রেলের টিকেট বিক্রি রোধে র‌্যাবের অভিযান মালয়েশিয়ায় স্বর্ণ পদকপ্রাপ্ত লাবিবসহ উদ্ভাবকদের সংবর্ধনা প্রদান অলিপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ৩৩ লাখ টাকার জিরা উদ্ধার ॥ আটক ১

সাংবাদিক নির্যাতনকারী নাবিল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসী নাবিল হায়দারকে গ্রেপ্তার করেছে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধরীরকে মোবাইল ছিনতাইয়ের মিথ্যা অপবাদ দিয়ে মারধরের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত দুইটায় সাংবাদিক সাগর চৌধুরী বোরহানউদ্দিন থানায় নাবিলসহ পাঁচজনের নামে মামলা করেন।

উল্লেখ্য, ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধরীর ওপর বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে নাবিল। সে রাজমনি সিনেমা হলের সামনে সাংবাদিককে মারধর করে।

ঘটনা সম্পর্কে সাংবাদিক সাগর চৌধুরী জানায়, নাবিল ফোন করে বাসা থেকে রাজমনি সিনেমার কাছে নিয়ে মারধর শুরু করে। নাবিল তার মোবাইল দিয়ে লাইভ করে বলে আমি নাকি তার মোবাইল নিয়েছি। তার বাবা ক্ষমতাসীন দলের পোস্টে আছে বলে, তারা এলাকায় মানুষকে মানুষ মনে করে না। ইউনিয়নের জেলেদের ১ মণ করে চাল দেয়ার কথা, কিন্তু চাল দেয়া হচ্ছে মাত্র ১৪-১৫ কেজি করে।

বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং চেয়ারম্যানকে বলি, কেন চাল কম দিচ্ছেন? এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির গাজি চেয়ারম্যানকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেন যে কারণে বোরহানউদ্দিন বড় মানিকা ইউনিয়ন পরিষদের (ভোলা) চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দার আমাকে ডেকে নেয় দেখা করার জন্য। এরপর ভিপি নুরের হত্যার হুমকির ভিডিও দেখিয়ে বলে, আমি ভিপি নুরকে গুনিনা, আর তুমি তো কোথাকার সাংবাদিক। এ কথা বলতে বলতে আমাকে প্রচন্ড রকম মারধর করে। মোবাইল ছিনতাইকারী হিসেবে অপবাদ দেয়।

উল্লেখ্য, নাবিল হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিছুদিন আগে সে ডাকসু ভিপি নুরকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com