বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদক’র অভিযান হবিগঞ্জে সুরা ফাতেহা বিকৃত করে কনটেন্ট প্রচার ॥ টিকটকার মুক্তা ও ইব্রাহিম এর বিরুদ্ধে মামলা চুনারুঘাটে জোরপূর্বক রাস্তা নিমার্ণের অভিযোগে আদালত ১৪৪ ধারা জারি বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান দেশে স্বৈরাচার মুক্ত পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে- প্রধান উপদেষ্টার বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ পহেলা বৈশাখ চুনারুঘাটের প্রতারণা মামলার আসামী সিলেটে গ্রেফতার চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ২ কোটি টাকার বালু জব্দ খরায় চা বাগান উৎপাদনে ধ্বস ডাঃ হিরন্ময় দাশ এর এম, আর, সি,পি, (M,R,C,P) লন্ডন ডিগ্রি লাভ।

চুনারুঘাটে নিখোঁজের ৩ মাস পর ১১ ভিকটিম উদ্ধার অপহরণকারী চক্রের ২ জন আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৫২৯ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ॥ সিলেটের ওসমানীনগরে এনাম পীরের ব্রিক ফিল্ড থেকে অপহৃত ১১ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকেও আটক করা হয়।
সোমবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজপুর এলাকাস্থ এনাম পীরের মালিকানাধীন মেসার্স হক ব্রিক ফিল্ডে জিম্মি অবস্থা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকেও আটক করে র‌্যাব। আটক দুজন হলো- চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের (বর্তমানে মেসার্স হক ব্রিক ফিল্ড) মোঃ ইসহাক মিয়ার ছেলে মোঃ আরজু মিয়া (৩২) ও ওসমানীনগর উপজেলার পূর্ব রুকনপুর গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে জয়নাল মিয়া (৫৫)। তবে ঘটনার মূল হোতা মেসার্স হক ব্রিক ফিল্ডের মালিক এনাম পীরকে আটক করতে পারেনি র‌্যাব।
র‌্যাবের অভিযানে জিম্মিদশা থেকে উদ্ধার ১১ জন হলেন, বাবুল মিয়া (২৮), মোঃ আক্তার হোসেন (২৭), মোঃ আবুল কালাম (২৯), আব্দুর রউফ (২৮), মোঃ আব্দুল হামিদ (৪২), মহররম আলী (১৮), আব্দুল হান্নান (৪০), মোঃ দেলোয়ার হোসেন (১২), সেলিম মিয়া (১৩), রমজান আলী (৬২), মোঃ রমজান আলী (৫৬)।
এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস জানান, ১১ জন শ্রমিক (ভিকটিম) গত ৩ মাস আগে থেকে উক্ত ব্রিক ফিল্ডে কাজ করে। কিন্তু কাজের পারিশ্রমিক না দিয়ে ব্রিক ফিল্ডের মালিক এনাম পীরসহ সংশ্লিষ্টরা শ্রমিকদেরকে বর্বোরচিত কায়দায় জোরপূর্বকভাবে আটক রেখে অমানুষিক অত্যাচার করে এবং ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি জানান- এ ঘটনায় আটক দুজনকে ওসমানীনগর থানার হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com