শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের পনারগাঁও গ্রামের মরহুম আব্দুল গফুর মাস্টারের ৩য় পুত্র পর্তুগাল প্রবাসী মোঃ আব্দুল হাই ফয়সল -এর বিবাহ কার্য সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার সদর থানার চাদনিঘাট ইউনিয়ের মাদারকাপন গ্রামের শেখ ইলিয়াছ আলীর একমাত্র কন্যা শেখ মোছাঃ সামছুন্নাহার জেবিন (২৪)’র সাথে আব্দুল হাই ফয়সল(৩৪)বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সোমবার (১৬ মার্চ) বেলা ২ টায় মৌলভীবাজার সদরের মৌলভী সাদিমহল কমিউনিটি সেন্টারে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র জুয়েল আহমেদ,মাদারকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাঁদশা মিয়া,জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলী,ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী কুতুব মিয়া,ডাইরেক্টর কামাল উদ্দিনসহ আরও অনেকই।এদিকে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার
পনারগাঁও গ্রামের বাসিন্দা প্রভাষক আব্দুল করিম,আওয়ামীগ নেতা আবদালুর রহমান আবদাল,সাংবাদিক আব্দুল জাহির মিয়া,ইসলামী ব্যাংক রাণীগাঁও শাখার ম্যানেজার নাসির উদ্দিন চৌধুরী,আব্দুল মালেক,আব্দুল জলিল,আব্দুল আহাদ,আব্দুল মোছাব্বির প্রমুখ।
উল্লেখ্য,বিয়ের কাজী বিয়ের কাজ সম্পন্ন শেষে বর-কনের দাম্পত্য জীবন সুখময় হওয়ার লক্ষ্যে আল্লাহর নিকট দোয়া করেন।
Leave a Reply