শংকর শীল, চুনারুঘাট(হবিগঞ্জ):
হবিগঞ্জের চুনারুঘাট মধ্য বাজারস্থ পুরাতন সংবাদ পত্র এজেন্ট ও চুনারুঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাইরঞ্জন পালের পিতা ক্ষিরোদ রঞ্জন পাল বিগত ২২শে মাঘ ১৪২৬বঙ্গাব্দ সকাল ১১.৩৫মিঃ সময়ে নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করে পরলোকগত হয়েছেন। ওনার পরলোকগত সময়ে ১০২ বছর বয়স হয়েছিল।
ভাগ্যহীন ২ পুত্রদ্বয়, ২ ভাগ্যহীনাদ্বয় সহ পুত্র বধুদ্বয় ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামী ২৩ শে ফাল্গুন রোজ শনিবার শ্রাদ্ধকার্য, দুপুর ১.৩০মিঃ প্রীতিভোজ।
এ শ্রাদ্ধকার্য উপলক্ষে আগামী ২৫শে ফাল্গুন রোজ সোমবার অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন, দুপুর ১টায় মহাপ্রভুর ভোগরাগ ও ১.৩০মিঃ সময়ে মহাপ্রসাদ বিতরণ।
উক্ত শ্রাদ্ধানুষ্ঠান দর্শন ও প্রীতিভোজ এবং মহোৎসবে অংশ গ্রহণ করার জন্য জানানো হয়েছে।
Leave a Reply