সেবা ডেস্ক।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা দৈনিক প্রতিদিনের বাণীর নিজস্ব প্রতিনিধি ও সাপ্তাহিক প্রথম সেবা এবং প্রথম সেবা টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার শেখ মোঃ হারুনুর রশিদের একমাত্র কন্যা শেখ নুসাঈফার ১ম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে তাঁর নিজ বাড়িতে দোয়ার আয়োজন করা হয়।জন্মদিনে নুসাঈফার সুন্দর জীবন গঠন,সু-সাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়। সকলের নিকট নুসাঈফার জন্য দোয়া চেয়েছেন তাঁর
মা-বাবা ,দাদু,ফুফু,চাচা-চাচী,ভাই-বোনসহ সকল আত্মীয়স্বজন।
Leave a Reply