রোশেদা আক্তার চৌধুরী ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ২ মাস পর হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন ১নং প্যানেল মেয়র দিলীপ দাশ। একই সাথে জিকে গউছের পদত্যাগপত্র গ্রহণ করায় মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। শীঘ্রই সেখানে উপ-নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়র জিকে গউছ পদত্যাগ করে এমপি নির্বাচন করতে গিয়ে এ পদটি শূণ্য হয়। গতকাল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আব্দুর রউফ মিয়া হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দিলীপ দাশের নিকট প্রেরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেন। পত্রের অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। পত্রে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে আলহাজ্ব জিকে গউছ হবিগঞ্জ পৌরসভার মেয়র এর পদ হতে পদত্যাগ করায় স্থানীয় সরকার (পৌরসভা), ২০০৯ এর ধারা ৪০ উপ-ধারা (৩) এর বিধানমতে নতুন মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল মেয়র-১কে হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের জন্য নির্দেমক্রমে অনুরোধ করা হলো। একই সাথে প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে আপনাকে মেয়রের আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো। ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ পত্রপ্রাপ্তির তথ্য নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। বিগত ২ মাস যাবত মেয়র না থাকায় নাগরিক সুযোগ-সুবিধা থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন। এখন আর কোনও সমস্যা থাকবে না। পৌরসভার উপদেষ্টা এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির এর পরামর্শ এবং সহায়তায় পৌরসভার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার প্রতিশ্র“তিও দেন তিনি। চিঠি প্রাপ্তির তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল জানান, এখন নির্বাচনের দিকে যাওয়া হবে। হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে জানালে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আব্দুর রউফ মিয়া জানান, সঠিক নিয়মে পদত্যাগ করলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। এখন থেকে এই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সচিব বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। একই সাথে বিজি প্রেসে চিঠি প্রেরণ করা হয়েছে, গেজেট প্রকাশের জন্য। ১ সপ্তাহের মাঝে গেজেট প্রকাশ হবে। এরপরই নির্বাচন কমিশন নির্বাচনী তপশীল ঘোষণা করবে।
Leave a Reply