আজিজুল হক নাসির: হবিগঞ্জের চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি দোকান পুরে চাই। এর মধ্যে দুইটি দোকানের মালামাল আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জানা যায়, গত ১৭ জানুয়ারি গভীর রাত দেড়টার সময় বাজারের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের কারখানার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন দেখে বাজার পাহারাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। এর মধ্যে উক্ত কারখানা, হান্নান মিয়ার মসলার গোদাম, সাজল মিয়ার ফার্নিচারের কাঠের গুদাম পুড়ে ছাই হয়ে যায়, এমনকি আখঞ্জী ষ্টোর ও তানিম ফ্যাশনের পেছনের কাঠের দরজা পুড়ে আগুন ভিতরে প্রবেশ করে।পরে খবর পেয়ে সায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এর একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেন।এদিকে চুনারুঘাট থানা পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনার স্থল পরিদর্শন করেন। আখঞ্জি ষ্টোর ও তানিম ফ্যাশনের কিছু মালামাল উপস্থিত জনতা কিছুটা সেইভ করলেও ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি স্থানীয় বাজারের ডিপার্টমেন্টাল ষ্টোর হিসাবে পরিচিত আখন্জি ষ্টোরটি। পুড়ে যাওয়ার সবকটি দোকান মালিক জানান তাদের বিনষ্ট হওয়া মালামালের পরিমান হবে ১২ লক্ষ টাকা। দোকান মালিকরা প্রাথমিক অবস্থায় তাদের ক্ষতির পরিমাণের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply