সেবা ডেস্ক ঃ মার্চ মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়া হবে। সারা দেশে এই পরীক্ষায় অংশ নিতে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ বলেন, মার্চে পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি জানান, এর আগে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়ার কথা ছিল। পরীক্ষার্থী বেশি থাকায় এক মাস পেছানো হয়েছে।
ডিপিই কর্মকর্তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ১০০টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল। এতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি।
এত বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার কারণে নিয়োগ পরীক্ষা নিতে হিমশিত খাচ্ছে অধিদপ্তর। গত বছরের ১লা আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এবার নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply