সেবা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে বসে চা পান করেছেন, এটি তার সাদাসিধে জীবনের একটি দিক ফুটে উঠেছে। শুক্রবার রাজধানীর বিজিবি গেট সংলগ্ন এক পিঠা উৎসবে ছবিটি তোলা হয়েছে। ছবিটি ফেসবুকে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে।
মন্ত্রীর সঙ্গে থাকা নেতাকর্মীরা জানান, একজন মন্ত্রী কিংবা সংসদ সদস্য হিসেবে কোন দাম্ভিকতা নেই তার। বরং সাদামাটা জীবনই পছন্দ করেন তিনি।
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান খাঁন। তিনি ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদে নির্বাচিত হয়ে ১২ জানুয়ারি ২০১৪ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১৪ জুলাই ২০১৫ সালে তার দক্ষতা, যোগ্যতা এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একাদশ সংসদে ফের সেই পদেই তাকে বহাল রাখেন
Leave a Reply