শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা তাহমিদের পাশে দাঁড়ালো ইতালি প্রবাসী।
দীর্ঘ দিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে প্রথমে সিলেট এমএজি উসমানী মেডিকেলে,বর্তমানে ঢাকা পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে শিশু তাহমিদ।
ব্যয়বহুল উক্ত রোগের চিকিৎসা বহন করতে না পারা,তথা তাহমিদের পিতার আর্তিক স্বচ্ছলতা না থাকায় আত্বীয়স্বজন,বন্ধুবান্ধব,এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আসছেন।
ইতিমধ্যে দেশ—বিদেশ থেকে সাহায্য করনে এগিয়ে আসছে মানবতাবাদী কয়েকজন ব্যক্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তাহমিদের এ করুন অবস্থার খবর জানার পর ইতালি প্রবাসী শেখ আতাউর রহমান অসুস্থ তাহমিদের চিকিৎসার জন্য দশ হাজার টাকা সাহায্য পাঠিয়েছে।
আজ (৩১ অক্টোবর) রোজ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় স্থানীয় গোশাইবাজারে হাজী কমর উদ্দিন ফার্মেসীতে ইতালি প্রবাসীর প্রতিনিধি মোঃ জামাল মিয়া ক্যান্সার আক্রান্ত তাহমিদের আপন চাচা মোঃমাসুক মিয়ার হাতে উক্ত সাহায্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃমাসুক মিয়া ও আব্দুস সালাম।
এ সাহায্য পেয়ে অসহায় তাহমিদের পিতা—মাতার মনের মাঝে কিছু স্বস্থি ফিরে এসেছে
Leave a Reply