মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর থানা পুলিশ ২ কেজি ভারতীয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব দক্ষিনপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে জুয়েল মিয়া (৩০) ও চর ছাড়তলা গ্রামের মোছা মিয়ার ছেলে খোকা মিয়া (২৮)। বুধবার সকালে উপজেলার হরষপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ওইদিন সকালে গোপন সুত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর বাজারে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল আটক করে। পরে মোটর সাইকেলে থাকা দুই যুবক কে তল্লাশী করে তাদের কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে এবং মোটর সাইকেলটি আটক করা হয়েছে।
Leave a Reply