নিজস্ব প্রতিনিধি ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘাপূজার অংশ হিসাবে রবিবার সকাল ১০টায় কুমারী পূজা শুরু হয়। এবার রামকৃষ্ণ মিশনে কুমারী রূপে পুজিত হয়েছেন শহরের যশোর পুরাতন মুন্সেফী কোয়ার্টারের সুমেন্দ নাথ মল্লিক এর ৭ বছরের শিশু সৌমি মল্লিক। কুমারী পূজায় হবিগঞ্জ জেলাসহ পাশবর্তী জেলা থেকেও হাজারো দর্শনার্থী পূজা দেখতে আসেন। পূজার নিরাপত্তায় দায়িত্বপ্লন করেন বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলাবাহীনীর সদস্য ও সেচ্ছাবেসক। পুরো এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রনে ছিল।
Leave a Reply