শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া মেন্টরিং নাইটে বিশ্বের ১০টি দেশের প্রতিনিধিদের সাথে চুনারুঘাটের সিলভী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ মেন্টরিং নাইটে বিশ্বের ১০টি দেশের প্রতিনিধিদের সাথে প্রতিনিধিত্ব করেন চুনারুঘাটের সৈয়দা নাজনীন আহমদ সিলভী। অস্ট্রেলিয়া ক্যানবেরার রাজধানীর ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস আয়োজিত বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের লক্ষে ক্যানবেরার তরুণ পেশাদার আইন, পরামর্শদাতাদের একচ্ছত্র দল বিশ্বব্যাপী পরিবর্তনবিদ হিসাবে তাদের অভিজ্ঞতা বিষয়ক এক সেমিনারে অংশ গ্রহন করেন সিলভী । ২৭ আগস্ট অস্ট্রেলিয়া একটি স্পিড মেন্টরিং নাইটে বিশ্বের ১০টি দেশের প্রতিনিধিদের সাথে বাংলাদের প্রতিনিধিত্ব করে দেশের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ও নিজেদে অজ্ঞিতা বিষয়ে অলোচনা করেন। এছাড়া সেমিনারে ক্যানবেরার তরুণ পেশাদার আইন, যেখানে পরামর্শদাতাদের একচ্ছত্র দল বিশ্বব্যাপী পরিবর্তনবিদ হিসাবে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে এবং ইউএন এজেন্সিগুলির সাথে কাজ করার জন্য তাদেরকে রাস্তার মানচিত্র দেখিয়েছ। এসময় তিনি নিজ বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের বিষয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন লরা কোমেনসোলি অস্ট্রেলিয়ান সরকারের পক্ষে কাজ করা আধুনিক দাসত্ব আন্তর্জাতিক অংশীদারিত্ব দলের ভারপ্রাপ্ত পরিচালক জহ্মা স্যান্ডার্স – কিং ও উড ম্যালসনসে সিনিয়র ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার লরা জন ,অস্ট্রেলিয়ান সরকারী সলিসিটারের সিনিয়র আইনজীবী এবং ইউএনএএ ইয়ং প্রফেশনাল নেটওয়ার্কের জাতীয় রাষ্ট্রপতি আন্দ্রে টোকাজি, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট, লবিস্ট, প্রভাষক এবং পিএইচডি প্রার্থী ইভলাইন (এভি), অস্ট্রেলিয়ান পাবলিক সার্ভিসে নীতি উপদেষ্টা এবং অস্ট্রেলিয়ান রেড ক্রসের সাথে স্বেচ্ছাসেবক স্টিফেন ব্রাইটম্যান – কিং ও উড ম্যালেসনসে মার্জার এবং অধিগ্রহণ দলে সিনিয়র সহযোগী লাচলান হান্টার – ইউএনএএর নির্বাহী পরিচালক কোডি স্মিথ, লিঙ্গ এজেন্ডায় ইন্টারসেক্স প্রকল্প কর্মীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সৈয়দা নাজনীন আহমেদ সিলভী চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কররের পুত্রবধু ও জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির রিমন লস্করের সহধর্মনী। তিনি অস্ট্রেলিয়া বিভিন্ন স্থানে সভা মিটিং শেষে গত ১৭ সেপ্টেম্বর দেশে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com