শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

নাশকতা মামলার পলাতক আসামি এনামুল ইসলাম সোহাগকে খুঁজছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তানগরে আলোচিত নাশকতা মামলার পলাতক আসামি চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম সোহাগ ১০ মাস ধরে পলাতক। এখনও গ্রেপ্তার হয়নি। ঘটনার সময় পুলিশ যুবদলের সভাপতি সহ ১০জনকে গ্রেপ্তার করলেও মামলার ২নং আসামি এনামুল ইসলাম সোহাগ এখনও অধরা। যদিও পুলিশ বলছে তাকে আটকে অভিযান অব্যাহত আছে । মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালে ২৪ মে সমসাময়িক ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচীর নামে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী অসংখ্য নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া স্লোগান ও মিছিল শুরু করে মারমুখী হয়ে উঠে এবং জনসাধারনের জানমাল বিপন্ন করার উদ্দেশ্যে চলাচলরত যানবাহনের উপর নাশকতা করে পালিয়ে যায়। খবর পেয়ে এসময় পুলিশ মিছিলের কাছে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি দেখিয়া মিছিলে যোগদানকারী নেতাকর্মীরা দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং মিছিলে নেতৃত্ব প্রদানকারী যুবদলের সক্রিয় সদস্য মোঃ এনামুল ইসলাম সোহাগ ঘটনার শুরুতেই পালিয়ে যায়। ঘটনার পর ২০২৩ সালের ২৪ মে হবিগঞ্জ সদর থানার এসআই জসিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি ও চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম সোহাগ সহ ৩৫ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর ১১৫/ ২৩ হবি:। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এনামুল ইসলাম সুহাগকে গ্রেফতারে সোর্স নিয়োগসহ যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com